Saturday 24 May, 2008

সাত সমুদ্দুর তেরো নদী পেরিয়ে আসা বণিকও আজ বাংলা জানে!


অনেক দিন আকাশটাকে
দেখা হয় না,
নিজের সাথে দোকা হওয়ার
সুযোগ আসে না।

বহুজাতিক আরশোলা লেখে সহজপাঠ বিস্মায়নের
তাই মুগ্ধচিত্ত বিস্মিত, না না বিস্মায়িত বোকা, না কি প্রাপ্তবয়স্ক পোকার কাতার -
তপস্যা-তুকতাক, সেতো ঋষিধর্ম, জানে না চন্ডাল
শূদ্ররা রাজা নয় - ধরতে শেখেনি তরবারি-ঢাল।

মৃতবতসা মরূঝড়ের শেষে
আপোষহীন ডায়নোসরের শবাস্থি তালাশ,
পাওয়া গেছে, চিয়ার্স, উঁহু - এমএস-বাংলায় বলো
উচ্ছাস...আনন্দ...উল্লাস!

No comments: