Saturday 24 May, 2008

এসো তবে পরজনমে


মায়াঝরা দুটি আঁখি
দেখে মোরে সারাক্ষণ,
মনের ক্যানভাসে আজ তাই
নতুন ছবির আয়োজন।

এসো হয়ে দুরন্ত সহোদরা
কানামাছি সেজে করিও খুনসুটি-মশকরা,
যদি হও ঠোঁট-ফোলানো বাপ-সোহাগী মেয়ে
আদর করে বুকের মাঝে রাখব জড়ায়ে।

এসো তুমি মাতৃরূপে
আপনভোলা দামাল শিশির,
সুখেদুখে আগলেছে যে ঘাসফুলে -
দৃষ্টিহীনে দৃষ্টি দিলে
বোধন করিতে দিও পরজনমে।

No comments: