Saturday 24 May, 2008

ইমটি


মেয়ে হলে পর
ডাকব তারে ইমটি,
নগর-কারায় প্রহর গোণা
নরম হাতের আসবে কবে - মিষ্টিমধুর চিমটি!

উজার বাজার - খেলনা যত
বাবা আতো পাতে বোতো!
ভুলে ভরা সে আসলি-প্রলাপ
ভোলাবে ঠিক মেকি সভ্যতা-সংলাপ।

ভুলে ছিলাম - পড়ছে মনে
ছোটো হয়ে ছিলাম যখন,
মনের মাঞ্জা তরতরিয়ে - ভোকাট্টা ঘুড়ি
এই কথাটাই ফিসফিসিয়ে, বলেছে কাল স্বপ্নসুন্দরী।

No comments: