Saturday 24 May, 2008

শীঘ্র-স্খলনে পাপ নেই


শীঘ্র-স্খলনে পাপ নেই!
য়্যাস্ট্রগ্লিয়ার আকাশে স্বপ্নেরা শুয়ে থাকে,
আম আঁটির ভেঁপুর ছবি আঁকে -
শীঘ্র-স্খলনে পাপ নেই!
সার্জেনের অসিতে বক্ষ জাগিবে,
এম্বিয়ে-বালক ফিরিয়া আসিবে -
এখানে উন্নয়ন, পেগ্ড-প্রথায় পছন্দসই ভ্রূণ নির্বাচন।
শীঘ্র-স্খলনে পাপ নেই!
আপনি আমায় পুংকিসোনা বলে ডাকেন কেন?
ভেতর ছুঁয়ে যায়, আজো, তোমার সে প্রশ্ন
অ-বাক সেদিন, বলতে পারিনি কিছুই
জানতাম না যে, শীঘ্র-স্খলনে পাপ নেই!

No comments: