Saturday 24 May, 2008

ইতি বাবা


শ্রাবণ-বালিকার কাছে নতজানু পিতৃত্ব আমার
কপালে কপোল পাত, বুঝে নে পরবাসী হৃদয়-হিসেব, এ জ্যহ্রি বিটিয়া?
বলিতে পারে না অভাগা ভাই তোর
কাজলাদিদিও কন্যা হয়, পেলে ইচ্ছের আঙিনা।

দেখে যাই শৈশব, তার, আটপৌরে অশ্বমেধ
ষাট বছরের স্বাধীনতায় মনখারাপের প্রবেশ নিষেধ!
মনে পড়ে কাঁধ নিয়ে কতো কথা বললি সেদিন?
খুউব বকে ভাব করলি - কিনে চার পয়সার মিষ্টি ন্যাপথালিন।

আমাকে ছিঁড়ে খাবে না কখনো পউষের নখ
মধ্যস্বত্ব ভোগ করে আমিও নিরাপদ - নষ্ট বালক।
তবুও ভয়ে ভয়ে আর্জি জানাই
কর্তব্যেরা ক্লান্ত করলে এক বার এই কোলে শুবি দিদিভাই?

No comments: