Tuesday 3 June, 2008

বিবর্তন


যে সূর্য আজ আকাশের বুকে উঠেছে,
কালও সে উঠবে
যে নদী আজ সাগরের সাথে মিশে খিলখিলিয়ে হেসেছে,
কালও সে হাসবে
যে পাখি প্রথম-প্রণয়-সুরে আজ প্রভাতে গেয়েছে,
কালও সে গাইবে
কিন্তু যে ফুল আজ ফুটেছে নিভৃত নির্জনে,
কাল সে অশ্রু হয়ে ঝরিবে গোপনে





৯৭ - ০০