Saturday 24 May, 2008

টনটনে জ্ঞান ও নগর-সংকীর্তন


আমাকে চিনিস? আমি মানব, মানে মনা
সালমানের মতো কথায় কথায় আধ-ন্যাংটা হলে,
এফটিভি-বালিকা-টাইপ হাড়পাঁজরাগুলো -
আমারও যেত ঠিক গোণা।

দুস সালা! চার-অক্ষরের বোকা, মধ্যবিত্ত
ফুলের মতো পবিত্র,
তোদেরই তো সব কিছু -
সনি থেকে স্যান্ত্রর-উত্তল-পাছু।

তবে কোনো কোনো রাতে আমিই নারায়ণ
চায়নিজ চাক্তি চেখে নীল নির্বাণ,
মন্দ-পরী দেখে ফেলে তথাগত হই -
একা হাতে ঘুম-ঘরে যণ্ত্র জাগাই!

No comments: