Tuesday 27 January, 2009

কোমা কাটার পরে

বছর দেড়েক আগে এক দিন ঠিক
পথ ভুলে ছিল যে হালভাঙা নাবিক,
ফেনা সরে পথ করে দেয় অভিমান
আজ মাঝদরিয়ায় সেই সোহাগেরই সাম্পান।

জানো? 
কাল এসে পড়েছিল এক ফালি রোদ 
সেই গরাদহীন জানালায়,
স্নেহের বেসাতি সাজিয়ে রোজ 
সেথা বসে থাকে যে অবোধ!

শিকারী সুখের জঠরে জেগে থেকে খুশিদের খোঁজ
সেইসব, অনাবিল, সোঁদানীল - ভালোবাসারই প্রতীক্ষায়
দিন যায়, কবে ছুঁয়ে দিবি মোরে
বাবা বলে ডেকে কুসুম-সকালে - 
ঘাসভেজা ভোরের প্রথম প্রহরে।

রাখা আছে পাটভাঙ্গা প্রেম
এলে পরে আমার সে মে'
শেষ হবে পাপ, অভাগার অভিশাপ, আর যতো সংলাপ...
...সাজানো, গোছানো, cologneস্নাত - এলে পরে আমার সে মে'।

পাতালপুরীতে আনন্দ

টিকেটের লম্বা লায়নের অনেকটা পেছনে পড়ে যায় আনন্দ। ডাঁয়ে ইশকুল-কিশোরের নোটসের খাতার পাতা আসন্ন টেস্টের ভয়ে থরথর করে কাঁপে, বাঁয়ে সেল্সেক্সেকেউটেভের টাই প্রশ্নচিহ্ন হয়ে ভাবতে থাকে আজ ক'টা টার্গেট পূরণ হবে, পেছনে ক্যাশিঞ্চার্জের বহু বছরের বিশ্বাসী ছাতাটা জল ছিটিয়ে হি হি করে হেসে ফেলে 
- সামনে দাঁড়ানো কলেজকন্যার অসতর্ক বন্ধনী লজ্জা পেয়ে প্রজাপতি হয়ে পালাতে চায় তা দেখে। ত্রিশ হতে আরো কয়েক মাস বাকি, ঊণত্রিশেই চিনি ছেড়ে শুগার্ফ্রি ধরেছে আনন্দ, বরাবরের গুড বয় সে। চতুরঙ্গে চিনি ব্যবহার করবে না য়্যাস্প্যার্টেম পেলেট, তাই নিয়ে ভাবনায় পড়ে যায় সে, বিভাজিকা ও জিহ্বার সঠিক অংশীদারিত্ব ছাড়া ইতিহর্ষ একেবারেই অসম্ভব। হঠাৎ কোত্থেকে একটা বাচ্চা ছেলে, যার বুক-পাঁজরের খোঁজ রাখলে ওরা নাওমির সঙ্গে চুক্তি বাতিল করে দিত সঙ্গে সঙ্গে, নেস্ক্যাফের কেয়স্কে গিয়ে সটান হাতের পাতাটা বাড়িয়ে দেয়। 

একটু চিনি দাও না গো মাসি!

হিম-ঘুম-ঘুম বিকেলে বনে যেতে যেতে মন কেমন

আচ্ছা - এই বনটা যেন কার?
হুম! মনে পড়েছে এই বার,
ও অবশ্য দেখবে না আমাকে -
কেমন করে বরফ ঢেকে দিচ্ছে গাছগুলোকে।
ধুর! এইখানে থামার কি দরকার?
ভাবছে আমার ছোট্টো ঘোড়া,
তাচ্চেয়ে পা চালিয়ে এসো না তাড়াতাড়ি -
দেখছো না - কাছেপিঠে নেই একটাও খামারবাড়ি।
এভাবে থুম মেরে গেলে কেন বলোতো?
হিম হয়ে যেতে যাও নাকি পাশের হ্রদটার মতো??
বাব্বা! আমি শিওর - এটাই বছরের সবচে' ঠান্ডা সন্দ্যে
টিং টিং! শুনতে পাচ্ছো না আমার ঘন্টি?
এখনো পড়ে আছো ধন্দে??
শোঁ শো করে অই দ্যাখো হাওয়া দিচ্চে ভাইটি!
গুঁড়ি গুঁড়ি বরফে ভিজে যাচ্চি যে।
জেগে থাকে অরণ্য গহিন, 
ঘনিষ্ঠ, সুন্দর - আর যতো প্রতিশ্রুতি এখনো হয়নি পূরণ;
আরো অনেকটা পথ হাঁটা বাকি
আরো কিছু কথা রাখা বাকি।


STOPPING BY WOODS ON A SNOWY EVENING - ROBERT LEE FROST