Saturday 24 May, 2008

ঠিক এখানে


ঠিক এখানে! সুখী মানুষের ভিড়
স্নেহরুদ্ধ হৃদয় বওয়া ক্লান্ত শরীর,
ধার-তাসের সংখ্যা গুণে পরীদের প্রণয়জ্ঞাপণ
যণ্ত্র-মাঝে নির্বাসিত রাজার জীবন।

রং-তুলি...চুল-চিত্রকর...এসব হিসেব আজ নাহয় থাক
বুকের মাঝে গরজেছে পাগলা রায়ডাক,
ঘুরে চলে কিছু অভ্যস্ত অভ্যাসের অন্তহীন লুপ
সেদিনের বাচাল শিশু আজ একেবারে চুপ।

সাফল্য-দায়িত্ব-প্রত্যাশা সমুদ্র পেরিয়ে ইচ্ছেরা ট্যান্ট্যালাস
তবুও আরেক বার ভালোবাসার ভাঁজ খুলে দেখাতাম প্রাণেরই উল্লাস,
তোমার আঁচল পেলে আমিও অমল হতে পারি
বিদায় জানিয়ে মোহিনী নিয়ন - এই আনন্দনগরী।

No comments: