Wednesday 4 June, 2008

পুজো

পুজো মানে কালো মেঘের
হঠাৎ চলে যাওয়া,

পুজো মানে আকাশটাতে
নীলের ছোঁয়া লাগা


পুজো মানে শিউলি ফুলের

গন্ধে ভরা সকাল,

পুজো মানে সোনালী রোদের

স্পর্শে ভরা বিকাল


পুজো মানে রাশি রাশি

সারি সারি কাশফুলের দোলা,

পুজো মানে সুখের স্মৃতি দিয়ে

মনের দু:খগুলো ভোলা


পুজো মানে নতুন জামা

নতুন জুতো পরা,

পুজো মানে প্রথম প্রেম

প্রথম শাড়ি পরা


পুজো মানে গভীর রাত

তবু প্রচুর লোকজন,

আমার হাতে তোমার হাতের

নীরব সমর্পন -

আমার প্রথম...প্রথম...চুম্বন


পুজো মানে দারুণ ব্যাপার

খাওয়া যে জব্বর,

পুজো মানে প্যান্ডেলেতে
রাত্রি থেকে ভোর


পুজো মানে দিন গোণা

ঠাকুর আসবে কতোক্ষণ,

পুজো মানে মায়ের বিদায়

ঠাকুর যাবে কতোক্ষণ






৯৭ - ০০