Saturday 24 May, 2008

চোখ মুদে দেখতে জানো?


চোখের সামনে সুন্দর এক সম্ভাবনার
আস্তে আস্তে ফোটা,
সে যত বড় হয়
আমার তত পেছন দিকে ছোটা।

চাঁদও কেন সাথে সাথে চলে?
ছোটোবড়ো সব প্রশ্নের আবোল-তাবোলে,
শৈশবের সাথে আবারও বন্ধুতা
ফুলটুসি অপরূপা - জীবনই গাথুক সে রূপকথা।

পাঁচ আর পাঁচে
দশে মিলে ডাকে,
এমা - আমায় ধলতে পালে না!
কুহক ঘরে কথার তাসে
বানাই বসে খুকির খেলনা।

No comments: