Saturday 24 May, 2008

কোলখাতার ছেঁড়া পাতা


দিতে পারবে? ছোট্টো একটা কোল
আমি উষ্ণতা খুঁজে ফিরি,
শহরের সাথে আড়ি -
তপ্ত দুপুরে ছায়াহারা একাবোকা বোল।

তাড়া করে আসে সব শাঁখ
তাদের জমে থাকা যত বকবক -
এক দিনের ধান-দূর্বা-চন্দন,
পরিচিত নিরাপদ মন কেমন।

আমার রাতের পর রাত নির্বাক কিছু রোজা
তারকাঁটার ওধারে আদর-সোহাগ খোঁজা,
বেঁচে থাকি বিষাক্তের ভিড়ে, নাগরিক আব্দারে, আ-ন-ন্দ নগরে!
প্রতীক্ষায় থাকে কান, ভীরু ভালোবাসার আনমনা আজান, দেখো আজ মাঝদরিয়ায় সেই কাগজেরই সাম্পান।

No comments: