Saturday 24 May, 2008

নব প্রাণ সৃষ্টির পুণ্যলগ্নে


নতুন বিয়ের নেশা ভালোভাবে উপভোগ করার পরে
পুরুষ আর প্রকৃতি, হায়ম্ন-দর্প পুরোপুরি চূর্ণ হওয়ার পরে
ঘরের সঙ্কেতবাহী অন্ধকারে নগ্নতা-নামতা পড়বে তারা -
এবার আর খেলা খেলা না, এক ঘেঁয়ে লাগছে ভীষণ!
একটা সত্যিকারের খেলার পুতুল চাই-ই চাই।
আচ্ছা বেশ!
কিন্তু আজ না, কাল, কাল পূর্ণিমা - আর পূর্ণিমা তিথিতে
ওসব, বুঝতেই পারছো, দেবগণ হলেও হতে পারে।
কুট্টনীমতের কথাগুলো কি আর মিথ্যে হতে পারে!
কামানের মতো সগৌরবে উঁচিয়ে থাকা দীর্ঘ পুষ্ট পীইন্যস -
বার্জম্যানের ছবিতে ঠিক যেমনটি আছে?
তারপর - ভাল্ভা চুম্বনে ক্লান্ত
কস্মেক বেগে সেখান থেকে ছুটে যাবে সাহসী কিছু স্পার্ম,
সোজা গিয়ে সেইফল্যান্ড করবে বিহ্বল কোনো ভ্যজ্যান্যায়।
তারপর? কেমেক্ল শক-ওয়েইভ, ফেউশ্ন-অভিষেক
অবশেষে নিষ্প্রাণ প্রাণের জন্ম হবে।
শুরু হবে ফেল্যপেয়ন-পথচলা!
গড়গড় করে এগিয়ে যাবে বংশের বিজয়রথ।
আর বাৎসায়নের বয়ের মলাটে ধুলো জমবে না কোনো দিন!





৯৭ - ০০

No comments: