Saturday 24 May, 2008

বামনের প্রত্যাবর্তন


সেদিনও সূর্যটা ডুবেছিল তড়িঘড়ি
মোড়ে বসে ছিল ওরা দু' ভাইবোন,
ঘুমন্ত যীশু কোলে নিষ্পাপ পরী
দূর থেকে অবাকে দেখিল বামন।

অয়ি এন-অপরূপকথা! সে ফিনদেশী রাজন বলে কি তা জানো?
৮২ বা ৯৫ নিয়ে পথ দেখে হাঁটো - ক্ষিদে পেলে চোখ তুলে বিভাজিকা চাটো!!
তাহাই, ভুখানাঙা জনতার মিড্ডে-মিল, প্রতিদিনকার সোপ-অপেরায় বামনও শামিল
ভাঙে বুকের ঘর, অসহ প্রতীক্ষায়, আসে না সিডর।

উজান হতে নদী-মোহনা
ভীরু শিশু জাটিঙ্গা-জোছনা -
বেড়া ভেঙ্গে এপাশে উছলাইয়া আসিবে যখন
কেটে যাবে পাপ, গত জন্মের অভিশাপ, মানুষ হইবে বামন।

No comments: