Monday 2 July, 2007

সেদিনও বিস্ময়-বালিকা


সেদিনও বিস্ময়-বালিকা বিরক্ত
কে তুই? চুপ ছোঁড়া!
অর্ধরেচিত আদেখলামি করে ফেলে
মরমে মরে ছিল বেনামী অনুরক্ত।

অন্তরঙ্গ যন্ত্রণা, তবুও উলঙ্গ শবর-শিশু
প্রাণপণে ভাবে ভানে, পরিকল্পিত কথার তানে
করেছিল গোপন, মন যে মোগাদিসু
প্রণয়-নিপুণ নগরেতে করে বসবাস -
অগ্রজার আঁচল টেনে, কারণে কি অকারণে
নিরাপদ আশ্রয় খোঁজার হয়নি অভ্যাস।

আঁধার নামলে আনাচে কানাচে
প্রথা মেনে আঁখি-সঙ্কেতে,
বড়ো-ছোটো মেজো-সেজো পরীরা দেয় ডাক
আসুন না - দু' দন্ড প্রেম করা যাক।

হাসতে হাসতে তথাগতর সীসা-আশীর্বাদ
বাম হস্তে শষ্য ধারন - রচেন শিল্পিত বুনিয়াদ,
একলা ক্যাবলা দৌড়ে পালায় চার্নক-কার্বালা
তবুও পিছু ছাড়ে না কিছু মার্কারি-স্মৃতি-আলেয়া।