Saturday 24 May, 2008

নারী


নারী! রহস্যময়ী!!
কেন আপন চিকুর-চিক্কণ ঘনকৃষ্ণতায়
কৃষ্ণতারা-প্রাণ সংহত করে;
রক্তপলাশ অধর-অবকাশে
অগ্নিবর্ষী চুম্বন, দিলে উপহার।
আর, চপল নয়নকোণে
বিরল-বিজুরী চমকাল বার বার।
কেন উদ্ভাসিত শ্বেতকম্বু-স্তন
মেলে ধরে, শোনালে উত্তাল ঊর্মি-উচ্ছলন।
পুঞ্জিত নীহারিকা-নাভির নীরব বিস্ফোরণে
অপার্থিব নক্ষত্র আবাহনে;
অনন্ত বার্তা পাঠালে সুদূর মহাকাশে, ধ্রুবতারার দেশে।
তোমার অই ক্ষীণ কটি, কোনো এক ক্ষণে
আমিই কি ধরেছিলাম জড়িয়ে?
মৃণাল বাহুশেষে বিকশিত চম্পকাঙ্গুলী থেকে;
হাম্বুরাবি-যুগে, আকন্ঠ, রক্তিম-তরমুজ-মদ পানে -
আশ্চর্য উষ্ণতা-নেশা ছড়িয়েছিল শিরায় শিরায়।
তুমি গর্বিত নিতম্ব দোলায়, কেন, বলো কেন?
করলে এই মনকে উতলা;
আর উদ্ধত ঊরু-উপত্যকা ঘিরে থাকা আদিম রহস্যাবরণ
তারকা-খচিত রাত্রি অন্তরালে করলে নিগূঢ়তায় উন্মোচন।
নারী! পৃথিবীর বুক ছেঁচে গড়ে তোলা নারী!!





৯৭ - ০০

No comments: