Tuesday 27 January, 2009

হিম-ঘুম-ঘুম বিকেলে বনে যেতে যেতে মন কেমন

আচ্ছা - এই বনটা যেন কার?
হুম! মনে পড়েছে এই বার,
ও অবশ্য দেখবে না আমাকে -
কেমন করে বরফ ঢেকে দিচ্ছে গাছগুলোকে।
ধুর! এইখানে থামার কি দরকার?
ভাবছে আমার ছোট্টো ঘোড়া,
তাচ্চেয়ে পা চালিয়ে এসো না তাড়াতাড়ি -
দেখছো না - কাছেপিঠে নেই একটাও খামারবাড়ি।
এভাবে থুম মেরে গেলে কেন বলোতো?
হিম হয়ে যেতে যাও নাকি পাশের হ্রদটার মতো??
বাব্বা! আমি শিওর - এটাই বছরের সবচে' ঠান্ডা সন্দ্যে
টিং টিং! শুনতে পাচ্ছো না আমার ঘন্টি?
এখনো পড়ে আছো ধন্দে??
শোঁ শো করে অই দ্যাখো হাওয়া দিচ্চে ভাইটি!
গুঁড়ি গুঁড়ি বরফে ভিজে যাচ্চি যে।
জেগে থাকে অরণ্য গহিন, 
ঘনিষ্ঠ, সুন্দর - আর যতো প্রতিশ্রুতি এখনো হয়নি পূরণ;
আরো অনেকটা পথ হাঁটা বাকি
আরো কিছু কথা রাখা বাকি।


STOPPING BY WOODS ON A SNOWY EVENING - ROBERT LEE FROST

No comments: