Tuesday 27 January, 2009

কোমা কাটার পরে

বছর দেড়েক আগে এক দিন ঠিক
পথ ভুলে ছিল যে হালভাঙা নাবিক,
ফেনা সরে পথ করে দেয় অভিমান
আজ মাঝদরিয়ায় সেই সোহাগেরই সাম্পান।

জানো? 
কাল এসে পড়েছিল এক ফালি রোদ 
সেই গরাদহীন জানালায়,
স্নেহের বেসাতি সাজিয়ে রোজ 
সেথা বসে থাকে যে অবোধ!

শিকারী সুখের জঠরে জেগে থেকে খুশিদের খোঁজ
সেইসব, অনাবিল, সোঁদানীল - ভালোবাসারই প্রতীক্ষায়
দিন যায়, কবে ছুঁয়ে দিবি মোরে
বাবা বলে ডেকে কুসুম-সকালে - 
ঘাসভেজা ভোরের প্রথম প্রহরে।

রাখা আছে পাটভাঙ্গা প্রেম
এলে পরে আমার সে মে'
শেষ হবে পাপ, অভাগার অভিশাপ, আর যতো সংলাপ...
...সাজানো, গোছানো, cologneস্নাত - এলে পরে আমার সে মে'।

1 comment:

Anonymous said...

দিন যায়, কবে ছুঁয়ে দিবি মোরে
বাবা বলে ডেকে কুসুম-সকালে -
ঘাসভেজা ভোরের প্রথম প্রহরে।

babar ei soata kokhono bhulbar noi! darun hoise boss!