Thursday 28 June, 2007

মেঘমনা কন্যা


রক্তেরা বুক ঘষে
চলে ধীর-ধান্দায়,
এক মন দুই মণি
ভেসে যায় মিসিসিপি-বন্যায়।

পাঁশুটে এক নেকড়ে-ফিলিয়্যাক ভেতর-মড়া
ঘাইমৃগী-নাভিমূলে হিংস্রতা ঘোরাফেরা,
প্রস্ফুটিত সরলতা নিষ্পাপ-দ্বারে
অনাচারী মাতলামো লেখে বন্ধ্যা ইচ্ছেরা।

নব রভস অনুসন্ধানে, আম্লিক নিশ্বাস শুকিয়েছে
বিষিয়েছে বিশ্বাস, পঞ্চ-নদ-বাসন্তী-ভগ্ন -
চেনা মুখ ছিঁড়ে উঠে আসে
অচেনা মুখোশ সে নগ্ন।

খোলা চোখ নিদ-মন লুক্রেশিয়া-কন্যে।

ব্যাস, আর নয়, যোগীশিশু কেঁদে বলে
বিষণ্ণ দু:স্মৃতি যত মুছুক পূর্ণচ্ছেদে
ওগো পারুল রঙীন - জাগো সিন্ড্রেলা-স্বপ্নে।

সূর্যের সাত ঘোড়া
কিনেছি পার্সেক-কড়ি বিনিময়ে,
কৃষ্ণতা ঘুরে ঘরে ফেরা
অবোধ স্কন্ধ উদ্ভাসিত আলো-অণুরণনে।

পাগল ছেলে, বাড়ি ফিরে চল!
কানে টুসি, ফোটন কণার দল
পথ চেয়ে বসে আছে -
বৃষ্টির জল, ছেঁড়া ডুরে শাড়িরই আঁচল।

আজ থেকে আবারো - একইসাথে
সেই রংচটা পুরোনো দোলনায়,
গলাগলি খুনসুটি সব হবে
শৈশব-গন্ধ-মলিন সেই জীর্ণ নকশী-কাঁথায়।

No comments: